কুষ্টিয়ায় নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৫, ১৪:৪৯| আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫:১২
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালীর সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নিহতের নাম স্বাধীন হোসেন (২৪)।

রবিবার সকালে বিদ্যালয় চত্বরের আমগাছের ডালে গলায় রশি দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন হোসেন একই উপজেলার মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে তারা সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমগাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন কুমারখালী থানা পুলিশের একটি দল।

তবে তিনি আত্মহত্যা করেছেন, নাকি খুন হয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

(ঢাকা টাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা