যশোরে স্ত্রীকে ভারতে পাচার ও হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪২
অ- অ+

যশোরে স্ত্রীকে ভারতে পাচার করে হত্যার দায়ে স্বামী কামরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ও মানবপাচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কামরুল ইসলাম যশোর সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইউনুস আলীর ছেলে। ভিকটিম সালমা খাতুন একই উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়ার ইশারত আলীর মেয়ে।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে সালমা ও কামরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই কামরুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। ২০২২ সালের ১৫ এপ্রিল কামরুল ঢাকায় চাকরি করার কথা বলে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর থেকেই তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে ১৯ এপ্রিল সালমা পরিবারকে ফোন করে জানায়, তাকে ভারতের গুজরাটের আনন্দ জেলায় আটকে রাখা হয়েছে। ৬ মে আবার জানায়, কামরুল তাকে অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে এবং নির্যাতনের শিকার হচ্ছেন তিনি। ওই রাতেই কামরুল সালমার বাবাকে ফোন করে জানায়, সালমা বিপদে রয়েছে। এরপর কামরুল দেশে ফিরে আসেন।

তদন্তে উঠে আসে, ভারতে অবস্থানকালে সালমার সঙ্গে বিরোধের জেরে কামরুল তাকে হামান-দিস্তা দিয়ে আঘাত করে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে আসে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন নিহত সালমার বাবা শহিদুল ইসলাম। তদন্ত শেষে এসআই অমিত কুমার দাস ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার রায় দেন

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা