যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে: নীরব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৫, ২০:৪১
অ- অ+

যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাওঁয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবী এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজ দেশের অনেকেই বলছে শেখ হাসিনার বিচারের আগে জাতীয় নির্বাচন হবে না। তার বিচারের কথা বিএনপি অনেক আগে থেকে বলে আসছে। যে স্বৈরাচারকে বিদায় করে বিচারের আওতায় আনতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা স্বাধীনতাকে বিপন্ন করেছে তাদেরকে ঠেকাতে চেয়েছে বিএনপি ছাত্রদল যুবদল এবং অঙ্গ সংগঠন।

বিএনপির এই নেতা বলেন, ফেব্রুয়ারি, জুলাই যে মাসেই নির্বাচন দেন, তার একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। তারেক রহমান তো বলেছেন রোডম্যাপ দেন তারপরে সবাই বসে আলোচনা করব।

তিনি বলেন, মইনুদ্দিন- ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমান কে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ ভাগ মানুষ কষ্ট সহ্য করেছে।

নীরব বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশ ছাড়া। ওনাকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে। ওয়ান ইলেভেনের সময় এবং তারপরে কিছু কুচক্রী মহল মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। তিনি বাংলাদেশকে পুনর্গঠনের জন্য ৩১ দফা কারিগর হিসাবে ভূমিকা পালন করছেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, যে যেখানে আছেন দায়িত্ব সবার সমান। সংগ্রাম এখনো শেষ হয়নি। বিএনপিকে ক্ষমতায় এনে ৩১ দফার মধ্য দিয়ে দেশকে আরো উন্নত করতে হবে সমৃদ্ধশালী করতে হবে। কোনো দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য তথা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না। দলের মধ্যে এমন কারো কোনো স্থান হবে না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা। তিনি (তারেক রহমান) বলেছেন, সাধারণ মানুষের মন জয় করেই বিএনপির প্রতি তাদের সমর্থন ও ভোট আদায় করতে হবে।

এসময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সড়ক দুর্ঘটনায় সখীপুরের জামায়াত নেতার মৃত্যু
গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
মানসিক স্বাস্থ্য ভালো রাখার ১০ উপায়
কারাগারে সেলিনা হায়াৎ আইভী, যে মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা