ইসি সক্ষমতা প্রমাণে আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা জনগণকে সত্যিকারের ভোটাধিকার ফিরিয়ে দিন। আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নিজেদের সদিচ্ছা ও সক্ষমতার প্রমাণ দিন। জনগণ তখনই আপনাদের আসল চেহারা চিনবে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না।’
শুক্রবার ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে আয়োজিত জেলা ও মহানগরের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান ইসলামি শাসনব্যবস্থার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, ‘আমরা মানবিক বাংলাদেশ চাই, যা হবে আল্লাহর বিধান, আল-কুরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহর ভিত্তিতে। যে ইসলামি রাষ্ট্রে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে।’
ডা. শফিকুর রহমান সমালোচকদের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামি আইন কায়েম হলে হাত কেটে ফেলা হবে বলে যারা অপপ্রচার করে, তারা ভীতি ছড়াতে চায়। বাস্তবে ইসলাম প্রথমে মানুষের খাদ্য, বসবাস ও কর্মসংস্থানের দায়িত্ব রাষ্ট্রের উপর ন্যস্ত করে। অভাবের কারণে কেউ চুরি করলে তার হাত কাটার পরিবর্তে রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। তবে কোনো লোভী ও বিত্তবান অপরাধী চুরি করলে তখন প্রকাশ্যে আইন প্রয়োগ হবে, যাতে অন্যরা শিক্ষা নেয়।
তিনি আরও বলেন, দেশের সুশাসন ফিরিয়ে আনতে নির্বাচনে 'পিয়ার সিস্টেম' চালু করা জরুরি। একই দেশে একদিকে 'পিয়ার সিস্টেম' আর অন্যদিকে ভিন্ন পদ্ধতি চলে না। ইউরোপের মতো উন্নত দেশগুলো যদি পিয়ার সিস্টেমে সফল হতে পারে, বাংলাদেশও পারবে।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসানের সভাপতিত্বে এবং মহানগর ও জেলা সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং মোজাম্মেল হক আকন্দের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম প্রমুখ।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এমআর)

মন্তব্য করুন