শ্রীপুরে তৈরি পোশাক কারখানায় আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১৫:৩২| আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৯
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে একটি তৈরি পোশাক কারখানার আইটি সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আশপাড়া ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় সাবলাইম গ্ৰিনটেক্স লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানান, কারখানাটির দ্বিতীয় তলায় আইটি সেকশনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। আগুনে কারখানাটির সার্ভার ও আইটি প্যানেলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। পরে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কারখানার শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় তলায় হঠাৎ আইটি সেকশনে আগুন লাগার খবর পেয়ে সবাই আতঙ্কিত হয়ে যায়। কালো ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ এ মুহূর্তে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।

(ঢাকা টাইমস/২৭এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা