যাত্রাবাড়ীতে চোরাই পিকআপসহ গাড়িসহ ১ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৫, ১৬:৩৯
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চোরাই পিকআপসহ গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মানিক চৌধুরী (৩৯)।

বুধবার দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন রাজধানীর ওয়ারী থানাধীন লাল মোহন সাহা স্ট্রীটের ধোলাইখাল হাজী ম্যানসনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ চুরি হয়। পিকআপটির মালিক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদার এর নেতৃত্বে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থেকে চোর চক্রের সদস্য মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, কেরাণীগঞ্জ মডেল থানাধীন পূর্ব ধর্মশুর এলাকা থেকে চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায়, সে তার আরও ২-৩ জন সহযোগীকে নিয়ে ৭ জুন বিকাল ৪টার দিকে ধোলাইখালের হাজী ম্যানসনের সামনের রাস্তা থেকে পিকআপটি চুরি করে কেরাণীগঞ্জে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা