প্লেন বিধ্বস্ত: নিহত বেড়ে দাঁড়াল ২৯০ জনে

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ১৭:২৬
অ- অ+

ভারতের গুজরাটের আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০ জনে। শুক্রবার দুপুর পর্যন্ত দেশটির একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জাননো হয়। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় উড়োজাহাজের ২৪১ আরোহী ছাড়াও নিহত বাকিরা হলেন— মেডিকেল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে বিস্ময়করভাবে বেঁচে গেছেন। তিনি ব্রিটিশ ভারতীয় নাগরিক বিশ্বাস কুমার রমেশ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উড্ডয়নের পরপরই লন্ডনগামী ফ্লাইট এআই১৭১ একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে।

বিধ্বস্ত হওয়ার সময় প্লেনের পেছনের অংশ (টেইল) একটি ভবনের ভেতরে ঢুকে যায়, যার ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে। নিহতদের মধ্যে প্লেনের যাত্রীদের পাশাপাশি ছাত্রাবাসে থাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। এয়ার ইন্ডিয়া নিশ্চিত করেছে— ফ্লাইটে থাকা ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে আছেন।

জীবিত উদ্ধার বিশ্বাসের পরিবার জানিয়েছে, তিনি হাসপাতালে ভর্তির পর যুক্তরাজ্যে থাকা স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন তিনি ভালো আছেন। তার ভাই একই ফ্লাইটে ছিলেন, যিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিনজারাপু জানিয়েছেন, বিমান দুর্ঘটনার পর আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে তদন্ত ব্যুরো—এএআইবি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকেও বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে তদন্তে সহায়তার জন্য।

(ঢাকাটাইমস/১৩জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই: গিয়াস কাদের
ফেনীর বন‍্যা সমস্যার সমাধানে প্রশাসনের পদক্ষেপের দাবি মঞ্জুর
জামায়াত আমিরের হার্টে ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত
সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নয়: নাহিদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা