বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া প্রতিনি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৫, ২০:৩০
অ- অ+

বগুড়া শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে।

শুক্রবার বিকাল ৪টায় শহরের কাটনারপাড়া ঈদগা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

‌নিহত বিদ্যুৎ শেখ বৃন্দাবন দক্ষিণপাড়া দুলাল শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বিদ্যুৎ ও রনি নামে দুই বন্ধু একসাথে ছিলেন। এ সময় দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব বাধে। এর এক পর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বিদ্যুৎ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির ব‌লেন, নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের মর্গে রাখা আছে। হত্যার মূল কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশ রনি নামে নিহতের বন্ধুকে খুঁজছে। রনি সম্পর্কে জানা গেছে, তার নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করার পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকা টাইমস/১৩জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা