মৌলিক সংস্কারের ১৯ বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, আজ বিস্তারিত জানাবে কমিশন

বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক শেষ হয়েছে। শেষ পর্বে টানা ২৩ দিন আলোচনার পর মৌলিক সংস্কারের ১৯টি বিষয়ে একমত হয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আজ বিস্তারিত জানাবে ঐকমত্য কমিশন।
ঐকমত্য কমিশনের লক্ষ্য অনুযায়ী বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ দিনের আলোচনা হয়েছে। শেষ দিনেও বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
ড. আলী রীয়াজ বলেন, ‘এই পর্বে ২৩ দিন ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছি। এর আগে প্রাথমিক পর্যায়ে আমরা ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় দুই মাস ধরে দলগত ও জোটগতভাবে আলোচনা করেছিলাম। সেখানে কমিশনের পক্ষ থেকে দেওয়া ১৬৬টি সুপারিশের ওপর আলাপ-আলোচনা হয়।’
এই প্রক্রিয়ায় এর আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছিল। সেগুলো বাদ দিয়ে কমিশনের পক্ষ থেকে ১৯টি মৌলিক সংস্কারের বিষয় চিহ্নিত করা হয়।
এই ১৯টি বিষয়ের কিছু কিছু ক্ষেত্রে নোট অব ডিসেন্ট থাকলেও বেশির ভাগ ক্ষেত্রেই ঐকমত্য প্রতিষ্ঠা সম্ভব হয়েছে বলে জানান আলী রীয়াজ।
মৌলিক সংস্কারে ঐকমত্য হওয়া ১৯টি বিষয়ের মধ্যে রয়েছে- সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমাসংক্রান্ত বিধান, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষ গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি ও এখতিয়ার, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
আলী রীয়াজ বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে অর্থবিল ও আস্থা ভোটের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্ট বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনা যুক্ত করার প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার প্রশ্নে বিএনপিসহ কয়েকটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে।
৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করার লক্ষ্য ছিল জানিয়ে ড. আলী রীয়াজ বলেন, ‘আমরা তা সফলভাবে করতে পেরেছি। আগামীকাল (শুক্রবার) বিস্তারিত পাঠাব। আগামী কয়েক দিনের মধ্যে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ প্রস্তুত করে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেব।’
(ঢাকাটাইমস/১আগস্ট/মোআ)

মন্তব্য করুন