জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিআইএমের নতুন মহাপরিচালক নিয়োগ

বাংলাদেশ সরকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার প্রজ্ঞাপন জারি করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ হিরুজ্জামানকে প্রেষণে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলামকে প্রেষণে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরির তথ্য শিল্প মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯ মে/আরজেড)

মন্তব্য করুন