টাঙ্গাইলে একদিনে ৩ গৃহবধূর আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৫, ১৮:৫৮
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে একদিনে ৩ গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার উপজেলার তিন ইউনিয়নে দুই গৃহবধূ ফাঁসিতে ঝুলে ও একজনের বিষপানে মৃত্যু হয়।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় ফাঁসিতে ঝুলে আর্জিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।

অপরদিকে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা পূর্বপাড়া এলাকায় ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আল্পনা আক্তার (২৫) নামে আরেক গৃহবধূর মৃত্যু হয়।

এদিকে একইদিন উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিগারচালা গ্রামে শাহজাহান মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৫) অভিমান করে বিষপান করেন। পরে স্বামীর বাড়ির লোকেজন তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা