বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৫, ২৩:১২
অ- অ+

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে জালনোটসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসময় খালিদ হোসেন (১৭) নামের এক যুবককে আটক করা হয়।

শনিবার (২১ জুন) বিকালে বেনাপোল বিওপি, আইসিপি ক্যাম্প, রঘুনাথপুর বিওপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্যের চালান জব্দ করে।

বিজিবি জানায়, জব্দ মালামালের মধ্যে রয়েছে- জালনোট, ভারতীয় গাঁজা, শাড়ি, কম্বল, ল্যাপটপ, মোবাইল, ওষুধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও কসমেটিক্স সামগ্রী। এগুলোর আনুমনিক মূল্য ১৮ লাখ ২২ হাজার ৫০০ টাকা। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা করা হবে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব চোরাই পণ্য বাংলাদেশে আনছে চোরাকারবারিরা। এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে এবং পাশাপাশি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

(ঢাকা টাইমস/২১জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাব ডিজির ‘স্টাফ অফিসার’ বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অংশ নেওয়া সেই অফিসার
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা