পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ১৫:৪৪| আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:৫৫
অ- অ+

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকার ইউরিয়া সার, আলু, লুব অয়েল ও ব্যাটারিসহ ১৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল এবং ২টি হ্যামকো ব্যাটারি জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত ১৩ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, এই বিপুল পরিমাণ কৃষিপণ্য ও জ্বালানি উপকরণ পাচার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচার করার চেষ্টা চলছিল। অভিযানে ১৬ লাখ ৩৪ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত নৌযানগুলো সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণঅভ্যুত্থান স্মরণে আমিনুল হক: ‘শোককে শক্তিতে রূপান্তর করতে হবে’
মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর এনসিপির হামলা 
কিশোরগঞ্জে নদীতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু
স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৪৯তম বোর্ড সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা