লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২৫, ২৩:৫১| আপডেট : ২২ জুন ২০২৫, ২৩:৫২
অ- অ+

লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটিতে কর্মরত মার্কিন নাগরিকদের পরিবারের সদস্য এবং জরুরি নয় এমন সরকারি কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাছে ই-মেইল করে এ নির্দেশনা জানানো হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

এর আগে, গত বছর লেবানন-ইসরায়েল সংঘাতের সময় নিজ দেশের নাগরিকদের পরিবারের সদস্য এবং অপ্রয়োজনীয় কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। যদিও পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। যার প্রেক্ষিতে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং অ্যাম্বাসিগুলোতে হামলার আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তাই নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মীদের পরিবারের সদস্য এবং খুব প্রয়োজনীয় নয় এমন নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

(ঢাকাটাইমস/২২জুন/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
ডাকসু নির্বাচন ২০২৫: ভোটার ৩৯,৯৩২ জন, রোকেয়া হলে সর্বাধিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা