রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের অভিযোগে মামলা আছে।
ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে আজ রাতে মহাখালী থেকে কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।’
ডিএমপির গোয়ন্দা উত্তর বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া ঢাকা টাইমসকে বলেন, ‘সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর মহাখালী থেকে সাবেক এমপি কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।’
তিনি বলেন, কেরামত আলীকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে তোলা হবে।’
কাজী কেরামত আলী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে নৌকা প্রতীকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হন তিনি।
(ঢাকাটাইমস/৬মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন