শেখ পরিবার ও আ.লীগ নেতাদের নামসংবলিত অধিকাংশ স্থাপনার নাম বদলানো হয়েছে: প্রেস উইং

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ জুন ২০২৫, ১৮:১১| আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:৩০
অ- অ+

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শেখ পরিবার ও আওয়ামী লীগের নেতাদের নামে নামকরণ করা অধিকাংশ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে নামকরণ করা হয়েছিল।

এসব অবকাঠামো ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ইতিমধ্যে এসব প্রতিষ্ঠানের বেশির ভাগের নাম পরিবর্তন করা হয়েছে উল্লেখ করে প্রেস উইং জানায়, অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২৬জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে শুরু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণকাজ: সংস্কৃতি উপদেষ্টা
বিএনপি ও তারেক রহমানের চরিত্র হননের ঘৃণ্য অপচেষ্টার প্রতিবাদ ফখরুলের
চাঁদাবাজদের হুমকিতে ভয় নয়, সরাসরি জানান পুলিশকে: এডিসি জাকারিয়া
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা