এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ হাজি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১০:৫৬| আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৩৮
অ- অ+

পবিত্র হজব্রত পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৫১৩ জন হাজি দেশে ফিরেছেন।

আজ সোমবার (৩০ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৫ হাজার ৫০৬ জন হাজি।

ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স নামে তিনটি বিমান সংস্থা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেরেন ২৬ হাজার ৭৬৭ জন, সৌদি এয়ারলাইন্সে ২৪ হাজার ৯৭০ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ফেরেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।

এ পর্যন্ত ১৬০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭১ ও সৌদি এয়ারলাইন্স ৬৬টি ফ্লাইট, আর ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের তথ্যমতে, এ বছর হজ পালনে গিয়ে ৪১ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর কারণগুলোর মধ্যে বার্ধক্যজনিত জটিলতা ও অসুস্থতা ছিল প্রধান।

এবারের হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। আর ৩১ মে শেষ হজ ফ্লাইট পরিচালিত হয়।

গত ৫ জুন অনষ্ঠিত হয় হজ। এরপর গত ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়, যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

(ঢাকাটাইমস/৩০জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী ব্যাংক খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ চালু করলো শাহজালাল ইসলামী ব্যাংক
সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা
ডাকসু নির্বাচন: খসড়া তালিকায় ভোটার ৩৯৯৩২ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা