প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রায় ১৫ মিনিটের ফোনালাপে তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারসহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয় বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই টেলিফোন আলোচনা ছিল অত্যন্ত আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক। এতে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে এবং দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।
টেলিফোন সংলাপ চলাকালীন উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন বলে জানান প্রেস সচিব।
ঢাকাটাইমস/৩০জুন/মোআ)

মন্তব্য করুন