যাত্রাবাড়ীতে ৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. জয়নাল আবেদিন (৩৬) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির গুলশান বিভাগের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার সকাল আনুমানিক ৬টা ৫৫ মিনিটে ডিবি-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাতুয়াইল এলাকার কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাশে একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেটসহ অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে জয়নালকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জয়নাল একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় সরবরাহ করতো।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৭জুন/এলএম)
মন্তব্য করুন