ঢাবির দুই নারী শিক্ষার্থীসহ তিন শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা ফারুক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৫, ২২:৫৬
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল তিন শিক্ষার্থীর ভর্তিসহ পড়াশোনার খরচের দায়িত্ব নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন। সম্প্রতি দুই নারীসহ তিন শিক্ষার্থীর হাতে প্রয়োজনীয় অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই তিন শিক্ষার্থীর একজন বাংলা বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।

ফারুক হোসেন বলেন, ‘আমি ছোট বেলায় থেকে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি, নিজের সাধ্য যতটুকু আছে। প্রত্যন্ত অঞ্চল থেকে উচ্চ শিক্ষার জন্য সবাই আসতে চাই না। পড়াশোনার খরচ বহন করতে পারে না অনেক পরিবার। তদ্রুপ এই মেধাবী বোন এবং ভাইয়ের পরিবারও অসচ্ছল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেয়েছে, কিন্তু আর্থিকভাবে তারা দুর্বল। তাই চিন্তা করলাম তাদের পাশে দাঁড়ায়। এই জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো। শিক্ষা জীবন শেষ না হওয়া পর্যন্ত আমি যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকব।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের আস্থার সংগঠন। শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে ছাত্রদল সবার আগে তাদের পাশে দাঁড়ায়। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা করে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শিক্ষার্থীরা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর খুব টেনশনে ছিলাম কীভাবে পড়াশোনা চালিয়ে যাবো। যেহেতু পরিবারের আর্থিক অবস্থাও ভালো না। ছাত্রদলের ভাইয়েরা খোঁজ নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। পরিবারের লোকজন শুনে অনেক খুশি হয়েছে। যে স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি সে স্বপ পূরণ করতে পারবো ইনশাআল্লাহ।

(ঢাকা টাইমস/২৯জুন/জেবি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় ১০৪ ফিলিস্তিনি নিহত
মারধর, নির্যাতন ও দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন পাঁচ কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা