যৌতুকের মামলায় ক্রিকেটার সানির বিরুদ্ধে সমন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০১৭, ১৭:২৯
ফাইল ছবি

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে যৌতুক আইনে মামলায় আগামী ৫ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে সানির স্ত্রী দাবিকারী নাসরিন সুলতানা এ মামলা দায়ের করেন। মামলায় আরাফাত সানির সঙ্গে তার মা নার্গিস বেগমকেও আসামি করা হয়। তবে আদালত শুধু সানির বিরুদ্ধে অভিযোগ আমলে সমন জারি করে।

এর আগে গত ৫ জানুয়ারি ওই তরুণী সানির বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মোহাম্মাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রবিবার সানিকে গ্রেপ্তারের পর মহানগর হাকিম প্রণব কুমার হুই তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

যৌতুক আইনে মামলা সম্পর্কে বাদিনী নারগিস সুলতানার আইনজীবী মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, ক্রিকেটার সানির সঙ্গে ২০১৪ সালের ৪ ডিসেম্বর নাসরিন সুলতানার বিয়ে হয়। বিয়ের পর তারা বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকেন। কিন্তু সানির পরিবার বিয়ে মেনে নিতে চায়নি। পরে সানি স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিলে তাঁর মা নাসরিনকে ঘরে তুলে নেবেন বলে সানি জানিয়েছে এমনটা দাবি এই আইনজীবীর। এছাড়া বিয়ের সমর্থনে শুনানিকালে আইনজীবী আদালতে বাদিনী ও সানির কাবিননামা উপস্থাপন করেন।

রবিবার সানির আইনজীবী এম জুয়েল আহমেদ রিমান্ড বাতিল চেয়ে করা জামিন আবেদনের শুনানিতে সানির সঙ্গে বাদিনীর বিয়ের কথা অস্বীকার করেন। এদিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদেও সানি বিয়ের কথা অস্বীকার করেছেন বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আফতাবনগরে পশুর হাট বসানোয় হাইকোর্টের নিষেধাজ্ঞা

তিন মাসের ব্যবধানে আরেক মামলায় খালাস পেলেন গোল্ডেন মনির

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :