প্রধানমন্ত্রী একবার হাওরবাসীর অবস্থা দেখে যান

মেজর (অব.) মো. আখতারুজ্জামান
| আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:১৪ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:১০

আপনি দয়া করে নিজে একবার আসুন, দেখুন, হাওরবাসীর কী অবস্থা। আপনারা তো অনেক হেলিকপ্টার আছে। অন্তত হেলিকপ্টারে একবার ঘুরে যান হাওরবাসীর উপর দিয়ে। নিজ চোখে দেখুন কৃষকের লাখ লাখ হেক্টর জমির ধান কীভাবে পানির নিচে ডুবে আছে।

মাননীয়া প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা। এই দুর্দিনে অন্তত আপনি প্রাসাদ ছেড়ে হাওরবাসীকে দেখার জন্য আসুন। আপনি নিজে দেখে হাওরবাসী দুর্গত কৃষকদের জন্য যা করা ভাল মনে করেন তাই করুন। হাওরবাসী আজকে বড় অসহায়।

হেলিকপ্টার থাকলে বেগম খালেদা জিয়াকেও অনুরোধ করতাম দুর্গত হাওরবাসীকে দেখে যাওয়ার জন্য। তবে ভাড়া করা হেলিকপ্টার পাওয়া যায়, যদি ম্যাডাম দয়া করে আসেন তাহলে হাওরবাসী উপকৃত হবে।

কিশোরগন্জের বিএনপির বর্তমান সভাপতি শিল্পপতি আলম সাহেবকে অনুরোধ করবো তিনি যেন দয়া করে ম্যাডামের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে দুর্গত হাওরবাসীকে দেখতে ম্যাডামকে নিয়ে আসেন। সহযোগিতার প্রয়োজন পড়লে আমরা সর্বাত্বক সহযোগিতা করবো।

লেখক-সাবেক সংসদ সদস্য, কিশোরগঞ্জ -২ (কটিয়াদী)

সংবাদটি শেয়ার করুন

মতামত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :