বনানী ‘ধর্ষণ’: আসামি ইভান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২২:০৫ | প্রকাশিত : ০৬ জুলাই ২০১৭, ১৯:৫৯

রাজধানীর বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দীন ইভানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণঞ্জের মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা করে র‌্যাব-১১ এর সদস্যরা।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঢাকাটাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকাল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়।

এখন তাকে কোথায় নেয়া হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

জন্মদিনের দাওয়াত দিয়ে গত মঙ্গলবার রাতে বনানীর ২ নম্বর সড়কের বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বনানী থানায় ব্যবসায়ীর ছেলে বাহাউদ্দীন ইভানের বিরুদ্ধে একটি মামলা করেন এক তরুণী। ফেসবুকে বন্ধুত্বের পর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

অভিযোগে ওই তরুণী বলেন, গত ৪ জুলাই জন্মদিনের কথা বলে ইভান রাত নয়টার দিকে ফোনে তাকে ইভানের বাসায় যেতে বলেন। ইভান ওই তরুণীকে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথাও বলেন বলে তরুণীটি জানান।

‘ওই তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে কেউ নেই। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে এবং রাত তিনটার দিকে বাসা থেকে বের করে দেয়।’ এছাড়া ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।

থানায় লিখিত অভিযোগের পর ইভানকে গ্রেপ্তার করতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে আজ সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

ঢাকাটাইমস/৬জুলাই/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ভোক্তার কাছে প্রতিনিয়ত সস্তা হচ্ছে তামাকজাত দ্রব্য: গবেষণা

প্রথম ধাপে ১৩৯ উপজেলার ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম: সিইসি

প্রযুক্তি খাতে নারীদের বিশেষ কোটা চালুর কথা জানালেন প্রতিমন্ত্রী পলক

শহরে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি ৩০ কিলোমিটার, না মানলে ব্যবস্থা

ডোনাল্ড লু’র সফরে রোহিঙ্গা সংকটকে গুরুত্ব দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি’

দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ: ইসি

এই বিভাগের সব খবর

শিরোনাম :