দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৫ থেকে ২০ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ মে ২০২৪, ১৫:৫৪ | প্রকাশিত : ০৮ মে ২০২৪, ১৪:১৮

ষ্ষঠ উপজেলার নির্বাচনের প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকালে চারটা পর্যন্ত।

এদিন দুপুর একটায় নির্বাচন ভবনে ইসি সচিব জাহাংগীর আলম জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে।

কিছু এলাকায় বিশৃঙ্খলার খবর জানিয়ে তিনি বলেন, বগুড়ায় একজন প্রিজাইডিং অফিসার জাল ভোটে সহযোগিতা করায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া খাগড়াছড়ির একটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রের বাইরের দায়িত্ব ইসির নয়। এছাড়া বৈরি আবহাওয়া কারণে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিলো।

১৩৯টি উপজেলা পরিষদে প্রতিটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক হাজার ৬৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন।

প্রথম ধাপে চেয়ারম্যান পদে , ভাইস চেয়ারম্যান পদে ১০ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ অর্থাৎ মোট ২৮ জন ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

(ঢাকাটাইমস/৮মে/ এলএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :