নানা আয়োজনে হায়াৎ মামুদের জন্মদিন পালিত

শেখ সাইফ, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ জুলাই ২০১৭, ১৯:৩৩

নানা আয়োজনে পালিত হলো প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও একুশে পদক বিজয়ী হায়াৎ মামুদের ৭৮তম জন্মদিন। রঙ্গে ভরা বঙ্গের আয়োজনে উদযাপিত হয় প্রখ্যাত এই শিক্ষাবিদের জন্মদিন।

জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি বেগম সুফিয়া কামাল মিলনায়তনে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হায়াৎ মামুদের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, অধ্যাপক দ্বিজেন শর্মা প্রমুখ।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘হায়াৎ মামুদ মুক্তিযুদ্ধের সময় লিখতেন। ওই সময় তার লেখা প্রকাশ হতো। তিনি শুধু আন্দোলন নয় একজন সচেতন মানুষও ছিলেন।’

মন্ত্রী বলেন, ‘হায়াৎ মামুদের লেখা নিয়ে আমার বলার কিছু নেই। তিনি অসামান্য শক্তিশালী একজন প্রাবন্ধিক, শিক্ষাবিদ, অনুবাদক, শিশুসাহিত্যিক ও গবেষক ছিলেন। সাহিত্যের নানা মাত্রা নিয়ে কাজ করেছেন তিনি। আমরা তাঁর দীর্ঘায়ূ কামনা করি।’

অনুষ্ঠানে হায়াৎ মামুদ বলেন, ‘ভালোবাসা ছাড়া পৃথিবী টেকে না। ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ভালোবাসা নিয়েই চলে যেতে চাই। সবাই সবাইকে ভালোবাসুন। সুন্দরভাবে বেঁচে থাকুন।’

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, ‘বাংলা গদ্য লেখনীতে একটি শক্তিশালী নাম হায়াৎ মামুদ। তাঁর গদ্য পাণ্ডিত্যের সমমানে খুব কম মানুষই আছেন। এছাড়া তাঁর কবিতার সংখ্যা কম হলেও সেগুলো বেশ মিষ্টি।’

শামসুজ্জামান খান বলেন, ‘রুশ ভাষায় ভালো দখল থাকলেও হায়াৎ মামুদ তেমন কোনো অনুবাদ করেননি। তিনি ইচ্ছা করলে রুশ ভাষার অনেক প্রসিদ্ধ গ্রন্থ অনুবাদ করতে পারতেন কিন্তু সেদিকে তেমন এগিয়ে যাননি। আমরা চাইবো তিনি কিছু অনুবাদ করবেন।’

রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে প্রখ্যাত এই প্রাবন্ধিকের জন্মদিন উদযাপন অনুষ্ঠান শুরু হয়। এরপর ফুল দিয়ে বরণ করে নেয়ার পাশাপাশি উত্তরীয় প্রদান করা হয়। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান হায়াৎ মামুদকে উপহার দেন। শিশুদের মাঝে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, হায়াৎ মামুদের রাশিয়ান বন্ধুও উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১২জুলাই/এসএস/এমআর

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :