কিশোরগঞ্জে ভাসমান সবজি আবাদ পরিদর্শনে সচিব

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৭, ২০:১৬

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাসমান শাক সবজি আবাদের বেড পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসাইনসহ একটি প্রতিনিধিদল।

বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়ায় অবস্থিত ভাসমান শাকসবজি আবাদের বিভিন্ন বেড পরিদর্শন করেন তারা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ড. এস এম নাজমুল ইসলাম, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ চৈতন্য কুমার দাস, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. আব্দুল মুঈদ, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. হুমায়ুন, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. মনসুর আলী, উপসহকারী কৃষি অফিসার উম্মে কুলসুম, আলা উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য লোকজন।

প্রতিনিধিদলের সদস্যরা চরশোলাকিয়া ও কাশোরারচরের বিলে ভাসমান শাক সবজি ও আমন বীজতলার আবাদ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। পরে বত্রিশ এলাকায় ভাসমান শাকসবজি আবাদ পরিদর্শন করেন। সেখান থেকে চৌদ্দশত এলাকায় নেরিকা ধানের শষ্য কর্তন করেন।

এর আগে অতিরিক্ত সচিব কটিয়াদী উপজেলা পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :