বন্যার্তদের পাশে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

​নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০১৭, ১৪:৩৪

দেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে প্রথম দফায় জামালপুরের সরিষাবাড়িতে একশ কৃষক ও দুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

জানা গেছে, সংগঠনের সদস্যরা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে নিজস্ব অর্থায়নে ফান্ড তৈরি করেছে। যার মাধ্যমে বন্যাদুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষক ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা দেয়া হবে। শুক্রবার প্রথম ধাপে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে আর্থিক সাহায্য দেয়া হয়।

৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষে মো. আমিনুর রহমান, আহসান খান ও হোসাইন মো. আল জুনায়েদ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশীদ আলম, উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সরকারি চাকরির দায়িত্বের বাইরেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন।

(ঢাকাটাইমস/২৫আগষ্ট/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :