এবার প্রথম দিনেই আয়কর মেলায় ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৭:৫৪ | প্রকাশিত : ০১ নভেম্বর ২০১৭, ১৭:১৭

দেশে আয়কর মেলার বয়স আট বছর হলো। প্রতি বছরই বেশ সাড়া মিলছে, ভিড়ও বাড়ছে আয়করদাতের। তবে এবারের অষ্টম আয়কর মেলার উদ্বোধনীর সময় থেকেই করদাতাদের ব্যাপক ভিড় দেখা গেছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। এবার অন্যবারের চেয়ে বৃহৎ পরিসরে বসেছে আয়কর মেলা।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় মেলা উদ্বোধনের পূর্বনির্ধারিত সময়ের অনেক আগে থেকে মেলা প্রাঙ্গণে করদাতাদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০টার মধ্যে বেশ ভিড় জমে যায় আয়করদাতাদের।

বিষয়টি এনবিআর চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্যেও তুলে ধরেন। তিনি বলেন, ‘এবার শুরুতে আমরা আয়কর মেলায় ভিড় দেখলাম। এটা প্রমাণ করে দেশের জনগণ আয়কর দিতে উৎসাহিত। আমরা আপনাদের সেবায় সর্বদা আছি। আপনাদের করের টাকাতেই দেশের উন্নয়ন হয়।’

নিজের আয়করের বিষয়ে মেলায় এসেছেন বেসরকারি চাকরিজীবী ফরিদ সিকদার। এর আগেও বার দুয়েক এসেছেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ঢাকাটাইমসকে তিনি বলেন, সামনে আরও বেশি ভিড় হবে। মেলায় বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ে।’

আয়কর মেলা ঘুরে দেখা যায়, মেলায় স্থাপিত ব্যাংকের বুথগুলোর সামনে করদাতাদের দীর্ঘ লাইন। মেলার ই-টিআইএন, হেলপ ডেক্স, অনলাইন রিটার্ন দাখিল, ফটোকপিসহ প্রতিটি বুথের সামনে জটলা। নারী-পুরুষের উপচে পড়া ভিড়ের মধ্যেই নিজেদের কাজ সেরে নিচ্ছেন তারা।

রিটার্ন দাখিল করতে মেলায় আসা ব্যবসায়ী রেহমান ছাবিদ বলেন, ‘কর দেওয়া নাগরিক দায়িত্ব। আমাদের করের টাকায় দেশের উন্নয়ন হয়।’

কয়েক বছর ধরে অফিসার্স ক্লাবে মেলা অনুষ্ঠিত হলেও গত বছর থেকে আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে হচ্ছে আয়কর :মেলা।

এবারের মেলায় আয়কর সংক্রান্ত সব ধরনের ফরম বিনামূল্যে দেয়া হচ্ছে। করদাতাদের বিনা ভাড়ায় যাতায়াতের জন্য রাজধানীর টিএসসি, বেইলি রোড, মিরপুর-২ ও উত্তরা থেকে ১৩টি শাটল বাস চলাচল করছে।

এ ছাড়া আয়কর মেলার এবার বাড়তি আকর্ষণ করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড ও ইনকাম ট্যাক্সপেয়ার স্টিকার প্রদান।

প্রথমবারের মতো এনবিআর ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড ও স্টিকার দিচ্ছে। এটি এবারের এনবিআরের নতুন উদ্ভাবন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এক লাফে ডলারের দাম বাড়ল ৭ টাকা, বাজারভিত্তিক হলো সুদহার

বিএসইসির কমিশনার হলেন তিনজন

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইনের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

পর্ষদ পরিবর্তনের পর ন্যাশনাল ব্যাংকের ১২৫ কোটি টাকার শেয়ার হাতবদল

এক্সিম ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইউনিয়ন ব্যাংকের ধলাপাড়া উপশাখার উদ্বোধন

স্বপ্ন-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির

ভরিতে এক লাফে ৪৫০২ টাকা বাড়ল সোনার দাম

সোনালী ব্যাংকের বিশেষ পর্ষদ সভা অনুষ্ঠিত

জীবন বীমা কর্পোরেশন ও বিআরবি হসপিটালের মধ্যে কর্পোরেট চুক্তি 

এই বিভাগের সব খবর

শিরোনাম :