অ্যাপভিত্তিক গাড়ি ভাড়ার নতুন সেবা, মিলবে সিএনজিও

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অ্যাপে গাড়ি ভাড়া করার আরও একটি নতুন সেবা চালু হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে প্রাইভেট কার ও মোটর সাইকেলের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশাও ভাড়া করা যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আবার দূরপাল্লার জন্য রেন্ট এ কার সেবাও মিলবে এসে।
‘মেট্রো সিএনটি’ নামে এই অ্যাপে চালানোর জন্য ২০০ জনের মতো অটোরিকশা চালক মধ্যে নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে। তারা সরকারি নির্ধারিত ভাড়াতেই যাত্রী বহন করবেন।
অ্যাপভিত্তিক গাড়ি ও মোটর সাইকেল ভাড়া করার সেবা উবার ও পাঠাওয়ের তুমুল জনপ্রিয়তার মধ্যেই এই অ্যাপটি নিয়ে এসেছে ট্রান্সপোর্ট আইটি সল্যুশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। এদের ভাড়াও উবার ও পাঠাওয়ের তুলনায় বেশ কম।
অটোরিকশাকে অ্যাপে চালানোর ঘোষণা দিয়ে গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অ্যাপ ‘হ্যালো’ এর যাত্রা শুরা করেছিল টপ আইআই নামে একটি প্রতিষ্ঠান। ১ মার্চ থেকেই এই অ্যাপে অটোরিকশা পাওয়ার কথা ছিল। কিন্তু চালকরা সরকারি নির্ধারিত ভাড়ায় যেতে এবং টপ আইআইকে কমিশন দিতে রাজি না হওয়ায় সেবাটি চালু হয়নি। এখন নতুন তারিখ নির্ধারণ হয়েছে পয়লা বৈশাখ।
তবে শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপোর্ট আইটি সল্যুশনের পরিচালক খন্দকার আবু জাফর জানান, তাদের সেবাটি চালু হয়ে গেছে। এতে নগর পরিবহনের পাশাপাশি কেউ দূরের যাত্রার জন্যও গাড়ি ভাড়া করতে পারবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই সেবায় প্রাধান্য দেয়া হবে সিএনজিচালিত অটোরিকশাটি। আর এর মাধ্যমে অটোরিকশা ভাড়ায় যে নৈরাজ্য ছিল, সেটিও দূর হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
আইটি সল্যুশনের পরিচালক খন্দকার আবু জাফর জানান, অন্যান্য অ্যাপ ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় মেট্রোর এই প্রতিষ্ঠানটি থেকে বিশেষ সুবিধা পেতে যাচ্ছেন যাত্রীরা। যাত্রী ও চালকের নিরাপত্তার জন্য এতে যুক্ত করা হয়েছে জরুরি ‘এসওএস’ বাটন। কোন বিপদের আশঙ্কা করা মাত্রই ৯৯৯-এ কল করা যাবে অ্যাপের মাধ্যমে। এতে অ্যাম্বুলেন্সের সুবিধাও মিলবে।
ভাড়া কম পড়বে
এই অ্যাপে মোটর সাইকেল ভাড়ার ক্ষেত্রে প্রথম দুই কিলোমিটারের জন্য দিতে হবে ২৫ টাকা, পরের প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৯ টাকা আর ওয়েটিং চার্জ ৪৭ পয়সা।
রাইডারদের (চালক) কাছ থেকে আপাতত কমিশন নেয়া হবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর যখন কমিশন নেয়া হবে, তখন তা হবে মোট টাকার ১৫ শতাংশ।
উবার ও পাঠাওয়ের মতো এই সেবায় প্রাইভেটকারের ক্ষেত্রে কোন বেস ফেয়ার নেই। রাইডের শুরু থেকেই প্রতি কিলোমিটারে ১৬ টাকা ও ওয়েটিং চার্জ মিনিটে চার টাকা করে দেয়া হয়েছে।
এখন পর্যন্ত চালু দুই সেবা উবার এবং পাঠাওয়ে বেস ফেয়ার যেমন রয়েছে, তেমনি প্রতি কিলোমিটারের ভাড়াও কমপক্ষে ২১ টাকা।
সিএনজি অটোরিকশাকে প্রাধান্য
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকায় সিএনজি চালিত অটোরিকশাকে প্রাধান্য দিয়েই এই সেবা চালু হয়েছে। ট্রান্সপোর্ট আইটি সল্যুশনের পরিচালক বলেন, ‘আমরা গত কিছুদিন সার্ভে করেছি। সিএনজি চালকদের বুঝিয়েছি এ অ্যাপসটি যদি চালু করেন তাহলে যানজটের কারণে আগে আপনারা (চালকরা) যেখানে গড়ে মাত্র ৬/৭টি ট্রিপ দিতে পারতেন, সখোনে অ্যাপস ব্যবহারের ফলে তা বেড়ে দ্বিগুণ হবে।’
‘তখন অনেক সিএনজি চালক আমাদের প্রশ্ন করেছে, এতো দামি মোবাইল আমরা কীভাবে পাব।আমরা তাদের বুঝিয়েছি যে যেখানে আপনাদের আয় বাড়বে, সেখানে সামান্য ইনভেস্ট (মূলধন বিনিয়োগ) তো করতেই হবে।’
এক প্রশ্নের জবাবে জানানো হয় অটোরিকশার ভাড়া হবে প্রথম দুই কিলোমিটার ৪০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটার ১২টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ২ টাকা। অর্থাৎ মিটারে চলার জন্য সরকার যে ভাড়া ঠিক করেছে, সেই ভাড়াতেই চলবে অটোরিকশাগুলো।
(ঢাকাটাইমস/১০মার্চ/এএকে/ডব্লিউবি)

মন্তব্য করুন