ইতালি উপকূলে দুই দিনে ১০ হাজার অভিবাসী উদ্ধার, ৫০ জনের মৃত্যু

কমরেড খোন্দকার, ইতালি থেকে
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১১:০০| আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১২:১৬
অ- অ+

লিবিয়া উপকূল থেকে সাগর পথে ইতালির পথে অভিবাসীদের ঢল নেমেছে। গত ৪৮ ঘন্টায় রাবারের নৌকাসহ ছোট ছোট নৌকা থেকে ১০ হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। মৃত অবস্থায় উদ্ধার হয়েছে আরও অন্তত ৫০ জন।

উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। এদের মধ্যে তিন জন প্রসূতি কোস্টগার্ডের জাহাজেই সন্তান জন্ম দিয়েছে।

কোস্টগার্ড জানায়, গত কয়েকদিন ধরে সমুদ্র শান্ত থাকার সুবিধা নিচ্ছে পাচারকারীরা। তারা ছোট বড় নৌকায় করে অভিবাসীদেরকে ইতালি উপকূলের দিকে নিয়ে আসছে। এসব নৌকায় গাঁদাগাঁদি করে যাত্রী তোলা হয়। প্রায়ই ঢেউয়ের আঘাতে বা ফুটো হয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। আর এতে প্রাণ হারায় বহু মানুষ।

তবে নিজ দেশে নিরাপত্তাহীনতার কারণে এই বিপজ্জনক যাত্রায় যেতে বাধ্য হচ্ছে মানুষ। বিশেষ করে ধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন আইএসের উত্থান এবং লিবিয়ায় গাদ্দাফির পতনের পর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও হানাহানির কারণে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে লাখ লাখ মানুষ।

চলতি বছর প্রায় এক লাখ ৪২ হাজার অভিবাসী ইতালিতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। অন্যদিকে সমুদ্র পাড়ি দিতে গিয়ে একই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার একশ জনেরও বেশি।

২০১৫ সালে সমুদ্র পারি দিয়ে ইতালিতে আসা অভিবাসীর সংখ্যা ছিল এক লক্ষ ৫৪ হাজার। আর এই চেষ্টায় মৃত্য হয়েছিল দুই হাজার ৮৯২ জনের। অভিবাসীদের মধ্যে বেশিরভাগই আফ্রিকা মহাদেশের। তবে এদের মধ্যে বাংলাদেশির সংখ্যাও কম নয়।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহআলী থানার ওসিকে বদলি, নতুন দায়িত্বে রফিক আহমেদ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
মির্জাপুরে টনসিল অস্ত্রোপচারে শিশু মৃত্যুর অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা