নতুন সরকারের ধারণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০১৭, ০৯:১২| আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৯:৩২
অ- অ+

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার শেষবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেন বারাক ওবামা। এর ঠিক একদিন পরই অর্থাৎ বুধবার সংবাদ সম্মেলন করেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যের শুরুতেই ওবামার সময়কাল ছিল যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় বলে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন উত্তরসুরি ট্রাম্প।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পদক্ষেপ কী হতে চলেছে তার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভাষণের শুরুতেই নিউইয়র্কের ধনকুবের মার্কিন এই আবাসন ব্যবসায়ী তার জয়ের জন্য সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করে ধন্যবাদ জানান।

তিনি শুরুতেই বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট দায়িত্ব পালনের জন্য তার ব্যক্তিগত ব্যবসা থেকে সরে আসবেন। তার দুই ছেলেই এখন থেকে ব্যবসা সামলাবেন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আরো বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক পিছিয়ে। হ্যাকিং থেকে নিরাপত্তা দিতে সব থেকে পিছিয়ে।’

নির্বাচনে হ্যাকিংয়ের বিষয় মেনে নিয়ে তিনি বলেন, সেখানে চীনের হাত থাকতে পারে। ভ্লাদিমির পুতিন আজই জানিয়েছেন যে রাশিয়ার তরফে কোনও হ্যাকিংই হয়নি। এর আগে চীন আমাদের দেশের প্রায় ২২ লাখ অ্যাকাউন্ট হ্যাক করেছিল। আমরা কোনও নিরাপত্তাই দিয়ে উঠতে পারিনি সে সময়। হ্যাকিং করা খবুই খারাপ। এটা করা উচিত নয়। এখন আমাদের দেশে অনেক কিছুই হ্যাক হচ্ছে।’

প্রচুর কর্মসংস্থান হবে এবং আমার নেতৃ্ত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও বেশি করে সমীহ করে চলবে সব দেশ বলে জানান ট্রাম্প।

ট্রাম্প-পুতিন সম্পর্ককে সম্পদ উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে কোনওরকম চুক্তি হয়নি। পুতিন আমায় পছন্দ করলে তা সম্পদ, দায় নয়।’

(ঢাকাটাইমস/১২জানুয়ারি/জেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা