তেজগাঁওয়ে বন্ধুদের ছুরিকাঘাতে কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩ | প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩০
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে নেয়া ছবি

পূর্ব শত্রুতার জের ধরে বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হয়েছে আব্দুল আজিজ নামে এক কিশোর। বুধবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা তিনটার দিকে আবদুল আজিজসহ তার আট-দশজন বন্ধু মিলে তেজকুনীপাড়ার খেলাঘর মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় সায়মন, মনির, জুয়েল, জসিম ও জনিসহ ১০-১২ জনের একটি গ্রুপ ঘটনাস্থলে আসে। বন্ধু হলেও আগে থেকেই সাইমনদের সঙ্গে নিহত আজিজের বিরোধ চলছিল। এ সময় আজিজের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইমন ধারালো অস্ত্র বের করে আজিজকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে এক পর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বন্ধুরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩.৪০ মিনিটের দিকে আজিজকে মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানা পুলিশ সায়মন, মনিরসহ আজিজের পাঁচ বন্ধুকে আটক করেছে।

তেজগাঁও জোনের সহকারী কমিশনার সাতর্কি কবিরাজ ঝুলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্ধুদের শত্রুতা থেকে ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

আজিজের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার কুরারপাড় গ্রামে। সে তেজকুনীপাড়া ১০১/বি রেল কলোনিতে থাকত। ওয়ার্কশপের কর্মী আজিজের বাবার নাম বাসির হোসেন।

(ঢাকাটাইমস/১৮জানুয়ারি/এএকে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :