চুয়াডাঙ্গায় ৩ বোমাসহ দুই ‘সন্ত্রাসী’ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০১৭, ১২:১৮

চুয়াডাঙ্গায় শাহীন ও জুবাইর নামে দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি শক্তিশালী তাজা বোমা।

বৃহস্পতিবার ভোরে আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক শাহীন কুষ্টিয়ার খোকসা উপজেলার পাংশা গ্রামের আমিন সরকারের ছেলে ও জুবাইর একই উপজেলার বেতবাড়িয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর ৩টার দিকে শাহীন ও জুবাইরসহ ৫/৭ জন অজ্ঞাত দুর্বৃত্ত আলমডাঙ্গা-জামজামি সড়কের ঘোষবিলা গ্রামে অবস্থান করছিল। গ্রামবাসী তাদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ধরা পড়ে শাহীন ও জুবাইর। এ সময় তাদের কাছে ব্যাগে থাকা তিনটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়।

খবর পেয়ে সকালে পুলিশ গ্রামবাসীদের কাছ থেকে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ বলছে, আটকরা ওই এলাকায় বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অবস্থান করছিল। তাদের নামে অস্ত্র-বিস্ফোরক ও হত্যা মামলা রয়েছে।

আটকের পর থানা কাস্টডিতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :