লিটনের খুনিদেরকে চরম মূল্য দিতে হবে: কাদের

গাইবান্ধা ও সুন্দরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২১:২৫ | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:৫৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের খুনিদেরকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যারা লিটনকে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকৃত হত্যাকারিদের আড়াল করার কোন প্রচেষ্টাই সফল হবে না।’

শনিবার বিকালে সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রি কলেজ মাঠে লিটনের স্মরণে আয়োজিত শোকসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন। এই শোকসভায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এক পর্যায়ে কলেজের বিশাল মাঠটি এক জনসমুদ্রে পরিণত হয়।

গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয় লিটনকে। গত এক মাসেও জানা যায়নি লিটনের খুনি কারা। তবে খুনিরা পার পাবে না বলে জানিয়ে দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কোন মহল যদি লিটনের হত্যাকারীদের আড়াল করতে চায়, ধোঁয়াশা সৃষ্টি করতে চায়, তাদের সে আশা কোনদিন পূরণ হবে না। শেখ হাসিনা যদি জীবিত থাকেন তবে লিটনের হত্যাকারীদের বিচার হবেই হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এই হত্যাকাণ্ড আমাদের সরকার ও আওয়ামী লীগের চেতনায় আঘাত হেনেছে। সুতরাং এই হত্যাকা-কে অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে।’

লিটনের মৃত্যুতে খালি হওয়া আসনে উপনির্বাচনে মনোনয়ন নিয়ে কাড়াকাড়ি না করতে দলের স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনা যাকে চাইবেন, সুন্দরগঞ্জের মানুষ যাকে চাইবে, সেই মনোনয়ন পাবেন। এই নিয়ে দলের মধ্যে কোন কোন্দল সৃষ্টি করবেন না।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘ শেখ হাসিনা সুন্দরগঞ্জের মানুষের পাশে আছেন এবং থাকবেন।’ তিনি বলেন, ‘উত্তরবঙ্গ থেকে স্বাধীনতা সংগ্রামের বিশাল আন্দোলন গড়ে ওঠে ছিল। তার ফলে বঙ্গবন্ধুর নেতৃত্বে সফল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এ কারণে মানুষের কল্যাণ ও উন্নয়নে এ সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন।’

শোকসভায় অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম. বাহাউদ্দিন নাছিম, আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এই শোকসভার পর লিটনের বাড়িতে গিয়ে প্রয়াত নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পলাশবাড়ীতে পথসভা ও শীতবস্ত্র বিতরণ

বগুড়া থেকে গাইবান্ধায় আসার পথে এর আগে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পলাশবাড়ী উপজেলা সদরের রংপুর-বগুড়া মহাসড়ের চৌমাথা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি শীতার্ত দুঃস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে এক হাজার একশ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন।

এসময় মন্ত্রী বলেন, সরকারের ও দলের যারা ভাবমূর্তি ক্ষুন্ন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘সরকারের উন্নয়নকে তলে তলে খেয়ে ফেলছে কিছু লোক, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার আয়োজিত এই পথসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ি-সাদুল্যাপুর আসনের সংসদ সদস্য ইউনুস আলী সরকার, সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি কুলসুমসহ স্থানীয় নেতারা।

সার্কিট হাউসে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য

পলাশবাড়ি থেকে সার্কিট হাউসে এসে ওবায়দুল কাদের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করা হচ্ছে। এছাড়া বালাসীঘাট দিয়ে রেল যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে তা অচিরেই বাস্তবায়িত হবে। এ ছাড়া তদুপরি বালাসী থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মাণেও সরকারের রয়েছে বলে জানান মন্ত্রী।

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

বাউফলে জেলেদের ভিজিএফের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

দেশের আলোচিত কিশোরী ইয়াসমিনের মা শরিফা বেগমের অস্বাভাবিক মৃত্যু!

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

এই বিভাগের সব খবর

শিরোনাম :