শাহজালালে ১২ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও স্টেরয়েড মেডিসিন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। উদ্ধার হওয়া সিগারেটগুলো ব্রিটেনের বেনসন অ্যান্ড হেগজেজ ও কোরিয়ার ইজি ব্রান্ডের। শুল্কসহ এগুলো মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছেন, রবিবার দুপুর সোয়া ১২টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন মো. জামাল উদ্দিন নামের এক যাত্রী। গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জামাল উদ্দিনকে নজরদারিতে রাখা হয়। পরে সাত নম্বর বেল্টে তার ব্যাগেজ সংগ্রহ করতে গেলে তাকে কাস্টমস হলে আনা হয়। এরপর তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৩৬ হাজার ছয়শ পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এই সিগারেটগুলো তার কাছে তিনটি লাগেজে ছিল।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এই সূত্র জানিয়েছে, জামাল উদ্দিনের কাছ থেকে এছাড়াও স্টেরয়েড জাতীয় দুই হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপরে ৪৫ শতাংশ শুল্ক পরিহারের জন্যই এই সিগারেট আনা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকটাইমস/২৯জানুয়ারি/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ময়লার গাড়ির ধাক্কায় স্কুলছাত্র নিহত: ডিএসসিসির গাড়িচালকসহ ৩ জন চাকরিচ্যুত

ফায়ার সার্ভিসের অভিযান শেষ, মহাখালী লেকে নেই শিশু রিয়া

রাজধানীতে তাপপ্রবাহ: পানি পানি বলেই মাথা ঘুরে পড়ে গেলেন নারী

রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকট, চরম দুর্ভোগে মানুষ

গুলিস্তানে ‘হিট স্ট্রোকে’ কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

তাপপ্রবাহ: সড়কে সড়কে মানবিকতার ছোঁয়া

গুলশানে হাত-পা বেঁধে নয়তলা থেকে ফেলে যুবককে হত্যা, চোখে অন্ধকার দেখছেন অন্তঃস্বত্ত্বা স্ত্রী

ডেমরায় কুকুরের কামড়ে গুরুতর আহত শিশু মাহিনুর

শেখ জামালের ৭১তম জন্মদিনে মেয়র তাপসের শ্রদ্ধা

গরমে অসুস্থ হয়ে রাজধানীতে সিএনজি অটোরিকশা যাত্রীর মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :