সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন এমা স্টোন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৩| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০০
অ- অ+

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন এবার এমা স্টোন। ৮৯তম অস্কারের আসরে যখন তার নাম ঘোষণা দেয়া হয় তখন এমার চোখে জল গড়িয়ে পড়ে। লালা ল্যান্ড ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কারটি জিতে নিয়েছেন।

গত বছরের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে হলিউডের যে ছবিটিকে নিয়ে তা হলো `লা লা ল্যান্ড`। দর্শকসহ সকল হলিউড বোদ্ধারাই ভেবেছিলেন সেরা চলচ্চিত্র পুরস্কারটিও বোধহয় জিতে নেবে কিন্তু সেরা ছবি হিসেবে অস্কার পায় মুনলাইট চলচ্চিত্র। তবে ছবি সেরা চলচ্চিত্রের পুরস্কার না জিতে নিলেও,ছবিটিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারটি বাগিয়ে নিয়েছেন লা লা ল্যান্ডের নায়িকা এমা স্টোন।

এর আগে ২০১৪ সালে `বার্ডম্যান`ছবিতে অভিনয়ের জন্যে সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে অস্কার নমিনেশন পেয়েছিলেন এ তারকা। তবে সেমময় না পারলেও পরিচালক ডেমিয়েন সেজেলের `লা লা ল্যান্ড` ছবিতে দুর্দান্ত অভিনয় করে জিতে নিলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এটি তার প্রথম অস্কার পুরস্কার অর্জন। বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের মাঝে একজন এমা স্টোন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এমইউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজবাড়ীতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
আজ সরকারি অফিস-ব্যাংক-পুঁজিবাজার খোলা
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড
হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন ৪৮ হাজার ৬৬১ বাংলাদেশি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা