৩১ মার্চ কাঞ্চন-দেবশ্রীর চলচ্চিত্র হঠাৎ দেখা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৩:১১ | প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ১৩:০৭

৩১ মার্চ মুক্তি পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা থেকে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জুটি বেঁধেছেন ঢালিউডের ইলিয়াস কাঞ্চন এবং টলিউড অভিনেত্রী-রাজনীতিক দেবশ্রী রায়। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। জাতীয় চলাচ্চিত্র দিবসকে সামনে রেখে ছবিটি মুক্তি দেয়া হবে।

ছবিটির চিত্রনাট্য করেছেন অলোক মুখোপাধ্যায় (ভারত)। পরিচালনা করেছেন রেশমী মিত্র (ভারত) এবং সাহাদাত হোসেন (বাংলাদেশ)। এতে কাঞ্চন-দেবশ্রী ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের সুমাইয়া জান্নাতুল হিমি, মুনিরা ইউসুফ মেমি, ওয়াসেক ইমাদ, মনি তালুকদার ও মোহাম্মদ রাজিউল ইসলাম খান এবং ভারতের দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু ও সাধন বাগচি।

গল্পে দেখা যাবে, জীবন সায়াহ্নে এসে দুই অভিন্ন হৃদয় বন্ধুর পুনরায় নিজেদের আবিস্কার করে রেলগাড়ির কামরায়। বাল্য কৈশোরের প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসা সবই ফিরে দেখা অমিত আর মানসীর। এরমধ্যে অমিত চরিত্রে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন আর মানসী হলেন দেবশ্রী।

ঢাকাটাইমস/২৯মার্চ/এমইউ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :