বিএনপির পাল্টাপাল্টি সভার ডাক, পটুয়াখালীতে ১৪৪ ধারা
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| প্রকাশিত : ২১ এপ্রিল ২০১৭, ১৫:৩৩
পটুয়াখালী শহরে একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা নিয়ে শনিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের সার্কিট হাউজ ও এর আশ-পাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আগামী ২২ এপ্রিল সকালে সার্কিট হাউজ সংলগ্ন শেরে বাংলা পাঠাগারে বিএনপি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কর্মী সভা হবার কথা রয়েছে। তবে জেলা বিএনপির দুই পক্ষ একই স্থানে সভা আহবান করায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করে।
এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতাকর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/এলএ)