ডিমলায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিলফামারীর ডিমলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শেফালী আক্তার (১৪)।
শুক্রবার সকালে ওই ছাত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।
নিহত শেফালী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দনি সুন্দরখাতা মুকুলের ডাঙ্গা গ্রামের কায়িক শ্রমিক ফজলুল হকের মেয়ে ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী জানান, তিন ভাইবোনের মধ্যে শেফালী আক্তার সবার ছোট। বড় দুই ভাই বিয়ে করে অন্যত্র বাড়ি করে সংসার করছে। বাবা ফজলুল হক ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ করার জন্য প্রায় এক মাস থেকে বগুড়া রয়েছেন। বাড়িতে মেয়েটির মা ও নানীর সঙ্গে থাকতো শেফালী।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মেয়েটিকে তার বাড়ির শোয়ার ঘরের তীরে ওড়নার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় এই অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬মে/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন