শ্যামনগর ওসি ও এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ১৯:০৯| আপডেট : ০৮ জুন ২০১৭, ২১:৩২
অ- অ+

সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ও উপপরিদর্শক (এসআই) লিয়াকতের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন শ্যামনগরের বিড়ালক্ষ্মী গ্রামের শাহাদাৎ হোসেন মোল্লার ছেলে ভাটা সর্দার কবীর হোসেন সবুজ।

তবে শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান দাবি করছেন, বাদী সবুজকে চেনেন না তিনি।

মামলার এজাহারে বলা হয়, গত ৩ জুন সকাল ১০টার দিকে শ্যামনগর থানার এসআই লিয়াকত কোনো অভিযোগ ছাড়াই কবীর হোসেন সবুজকে নওয়াবেকী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যান। এরপর তাকে থানার ডিউটি অফিসারের কক্ষের জানালার সঙ্গে বেঁধে বেদম পেটানো হয়। পরে তাকে ওসির কক্ষে নেওয়া হলে সেখানে সবুজের কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়।

আরো অভিযোগ করা হয়, সবুজের কাছে থাকা ভাটার শ্রমিকদের ৩০ হাজার টাকা নিয়ে নেন ওসি মান্নান ও এসআই লিয়াকত। পরে সবুজের স্ত্রী বাড়ি থেকে আরও ১৮ হাজার টাকা নিয়ে দিলে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পেয়ে পরদিন সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হন সবুজ।

মামলায় উল্লেখিত অভিযোগের প্রমাণ হিসেবে ৫০ হাজার টাকার দেনদরবার-সংক্রান্ত একটি অডিও ফোন রেকর্ড আদালতে দাখিল করেন বাদী।

সংশ্লিষ্ট আদালতের পেশকার গোপাল মন্ডল ঢাকাটাইমসকে জানান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম জাহিদ হাসান মামলাটি গ্রহণ করে আদেশের অপেক্ষায় রেখেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে শ্যামনগর থানার ওসি সৈয়দ আব্দুল মান্নান বলেন, তিনি সবুজকে চেনেন না। মামলা হয়েছে কি না তাও জানেন না।

(ঢাকাটাইমস/৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে জামায়াত
‘দেশের মানুষ আর ভোটবিহীন সরকার দেখতে চায় না’
গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র: প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি
ওষুধ মোবাইলে খরচ ও রেস্তোরাঁয় ভ্যাট বাড়ছে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা