‘ছোট আন্দোলন দেখেছেন, এবার হবে ভয়াবহ গণআন্দোলন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ জুলাই ২০১৭, ১২:২১ | প্রকাশিত : ১৯ জুলাই ২০১৭, ১৬:১২

এখন পর্যন্ত বিএনপির সরকারবিরোধী আন্দোলনকে ‘ছোট’ পর্যায়ের বলেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তবে এবার বিএনপি ‘ভয়াবহ গণ আন্দোলন’ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। আর এই আন্দোলনের মাধ্যমে একটি ‘গণতান্ত্রিক রাষ্ট্র’ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা দুদু এই হুঁশিয়ারি দেন। কবি ও সাহিত্যক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর ৮৫ তম মৃত্যুবার্ষিকীকে এই আলোচনার আয়োজন করে জাতীয় স্মরণ মঞ্চ।

সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, ‘সরকার যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটা নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, তবে এ কথা আমাকে বলতেই হবে। আন্দোলন ছোট ছোট অনেক দেখেছেন। এবার যে আন্দোলন হবে ইতিহাসের সেই ভয়াবহ আন্দোলন, যে আন্দোলনে একটি সরকারকে পতন ঘটিয়ে একটি সুন্দর স্বাভাবিক গ্রহণযোগ্য একটি সরকার প্রতিষ্ঠা করা যাবে। সেই আন্দোলন এবার শুরু হবে।’

বিএনপির আন্দোলনে জ্বালাও পোড়াও এর সমালোচনা করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের জবাব দেন দুদু। বলেন, ‘আওয়ামী লীগ ১৯৯৫-৯৬ যে আন্দোলন করেছিল, তখন তারা কি গোলাপ ফুল নিয়ে পুলিশের কাছাকাছি গিয়েছিলেন? তখন কি জনতার মঞ্চ করেন নাই? আগুন জ্বালান নাই? সচিবের প্যান্ট খুলে নেন নাই? সব করেছেন। এটা গণতন্ত্র না থাকার কারণে হয়েছে, গণতন্ত্রহীনতার কারণে হয়েছে।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘একটা পণ্ডিত নির্বাচন কমিশন! সব জানে। এতো টুকু জানে না যে কারা থাকলে একটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। কয়েক দিন আগে তিনি ঠাস করে বলে ফেললেন বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, এ কথা বলে তিনি তো এক পক্ষে চলে গেলেন আমরা যে সহায়ক সরকারের দাবি করছি সেটা বললেন না।’

‘একটু ভেবে চিন্তে কথা বলেন’- প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উদ্দেশ্য করে বলেন দুদু।

বিএনপি নেতা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করতে চাই। কিন্তু তারা যদি নিজেদেরকে পণ্ডিত মনে করে, নিজেদেরকে বিতর্কিত করে, তাহলে তাদের সাহায্য করব কীভাবে।’ তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বললেন নির্বাচনের তিন মাস আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তারা কাজ করবেন। কিন্তু আপনারা তো পাঁচ বছরের জন্য গঠিত নির্বাচন কমিশন। তিন মাস আগে যদি আপনারা কাজ করেন তাহলে পাঁচ বছরের বেতন নেবেন কেন?’।

‘সরকারের পক্ষে যদি কথা বলেন, আমরা আপনাকে মানবো কেন? আপনারা তো নিজেরাই নিজেদেরকে বিতর্কিত করছেন।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার।

ঢাকাটাইমস/১৯জুলাই/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে: রিজভী

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :