সময়ে এদেরও বিচার হবে, রায়ের সমালোচনায় সেলিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২৩:১০ | প্রকাশিত : ১২ আগস্ট ২০১৭, ২০:৪৮

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগের মধ্যে আওয়ামী লীগের একজন নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘সময়ে এদেরও বিচার হবে।’

শনিবার বিকালে কৃষিবিদ ইস্টটিটিউট মিলনায়তনে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সেলিম এ কথা বলেন শেখ সেলিম।

ষোড়শ সংশোধনী মামলার পূর্ণাঙ্গ রায়ে অন্যান্য অনেক বিষয়ে মতো বলা হয়েছে, ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয়নি।’

এই মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা গত কয়েক দিন ধরে প্রধান বিচারপতির সমালোচনা করছেন। এর মধ্যে রায়ের প্রতিবাদে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন ক্ষমতাসীন দল সমর্থক আইনজীবীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক আলোচনায় বলেছেন, বাংলাদেশের জন্মে বঙ্গবন্ধুর অবদান অস্বীকারকারীদের দেশের স্বাধীনতায় বিশ্বাস রয়েছে কি না, তা নিয়ে তার সন্দেহ রয়েছে।

যুব মহিলা লীগের আলোচনায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি ইঙ্গিত করে শেখ সেলিম বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর ইতিহাস বিকৃত করেছিল জিয়াউর রহমান। আজকে অনেকেই অনেক রকমভাবে আকারে ইঙ্গিতে ইতিহাস বিকৃতি করতে চায়। এরাও একই গ্রুপের লোক, তা বলতে আমার দ্বিধা নেই।’

‘সময়ে এদেরও বিচার হবে’-এমন মন্তব্য করে সেলিম বলেন, ‘ক্ষমতার কোনো চেয়ারে বসে যা খুশি তাই করবেন-তা করা যায় না। এ দেশের জনগণ সময় মত সঠিক উত্তর দেবে।’

সেদিন সেনাবাহিনী কেন এগিয়ে আসেনি?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় তার বাড়িতে আক্রমণের পর ফোন করার পরও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেদিন এগিয়ে আসেনি, সেই প্রশ্ন ‍তুলেন সেলিম। এই রহস্য উদঘাটনে কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণ করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। তারা যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বাড়িতেও আক্রমণ করে তাদেরকে হত্যা করে।

এই আক্রমণের পর বঙ্গবন্ধু সহায়তা চেয়ে সে সময়ের সেনাপ্রধান কে এম শফিউল্লাহকে একাধিকবার ফোন করেছিলেন। কিন্তু সেনাবাহিনীর দল জাতির জনককে উদ্ধারে এগিয়ে আসেনি। আর বিদেশে থাকা শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের প্রতিটি সদস্যকে খুন করে আক্রমণকারীরা।

১৫ আগস্টের স্মৃতিচারণ করে শেখ সেলিম বলেন, ‘আমাদের বাড়িতে (শেখ ফজলুল হক মণি ও আরজু মণি) হত্যার পর খুনিদের বঙ্গবন্ধুর বাড়িতে যেতে অনেক সময় লেগেছিলো। সে সময় বঙ্গবন্ধু বেশ কয়েক জায়গায় ফোন করেছিলেন। আর্মি চিফ সফিউল্লাহকেও ফোন করেছিলেন। কর্নেল জামিলকে ফোন করার সাথে সাথে সে গণভবনের দিকে ছুটে গিয়েছিল।’

‘সফিউল্লাহকে একবার নয়, দুইবার ফোন করেছিলেন। বলেছিলেন সফিউল্লাহ তোমার সেনাবাহিনী আমার বাড়ি আক্রমণ করেছে। সফিউল্লাহ উত্তরে বলেছিলেন আপনি একটু পাশে কোন জায়গায় আশ্রয় নিতে পারেন না। কেন এ নীরবতা? কেন সেদিন সেনাবাহিনী বঙ্গবন্ধুকে রক্ষা করতে আসে নাই।’

শেখ সেলিম বলেন, ‘সেনাপ্রধান সফিউল্লাহ, ডেপুটি চিফ জিয়াউর রহমান, খালেদ মোশাররফ এবং সাফায়াত জামিল কেন আসেন নাই। এ রহস্য এখনও উন্মোচন হয়নি। ১৪ জন সেনাকর্মকর্তা বঙ্গবন্ধুকে হত্যা করলেও আর তারা সেটা নীরবে দেখলো। তারা বঙ্গবন্ধুকে বাঁচাতে আসলে তিনি বেঁচে যেতেন। এর রহস্য কী? তা বের করতে একটা কমিশন গঠন করা দরকার।’

‘বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে। এখন সত্যিকার রহস্য বের করার জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হোক।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের সাথে যারা বেঈমানি করেছে কেউ বাঁচে নাই। এ জিয়াউর রহমান, খালেদ মোশাররফ ও ওইভাবে চলে গেছে। সফিউল্লাহ তো আজকে জীবত মৃত্যু। মানুষ তাকে ঘৃণা করে।’

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, কার্যনির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, মেরিনা জাহান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সহ-সভাপতি জাকিয়া পারভীন মনি, কোহেলী কুদ্দুস মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক খোদেজা নাছরীন, জেদ্দা পারভীন খান রিমি, সাংগঠনিক সম্পাদক সালমা ভূঁইয়া চায়না, শারমিন সুলতানা লিলি, শারমীন সুলতানা শরমী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাবিনা আক্তার তুহিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা প্রমুখ।

ঢাকাটাইমস/১২আগস্ট/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বকশীগঞ্জে দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে নজরুল ইসলাম

সন্ধ্যায় আ.লীগের কার্যনির্বাহী বৈঠক, আলোচনা হবে যেসব বিষয়ে

‘ভারতের কবল থেকে প্রকৃত স্বাধীকারের দাবিতে জনগণ নীরবে প্রস্তুত হচ্ছে’

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ঢাকা দক্ষিণের আ.লীগ নেতা রিয়াজকে ফের শোকজ

যুবদল সভাপতি টুকুকে কারাগারে প্রেরণের প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ

সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দমনপীড়নের খড়গ নামিয়ে এনেছে: মির্জা ফখরুল

শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আ.লীগ অঙ্গীকারবদ্ধ: ওবায়দুল কাদের

পথচারীদের মাঝে তৃতীয় দিনের মতো পানি ও স্যালাইন বিতরণ জাপার

মুক্তি দেওয়া হচ্ছে হেফাজতের মামুনুল হককে, আভাস দিলেন নেতারা

গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :