অজিদের বিপক্ষে শফিউলের বিশেষ পরিকল্পনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ আগস্ট ২০১৭, ২২:১২

১৮ আগস্ট আসছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে মুখিয়ে বাংলাদেশ দল। ঢাকা পর্বের পর চট্টগ্রামে প্রস্তুতি সেরে শনিবারই আবার ঢাকায় ফিরেছেন মুশফিকরা। কোনোরকম বিশ্রাম না নিয়ে রবিবারই নেমে পড়েছেন অনুীলনে। এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা।

অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন পেসার শফিউল ইসলাম। তিনি জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে রিভার্স সুয়িং করানোর প্রস্তুতি নিচ্ছেন টাইগার পেসাররা। শফিউল মনে করেন, এ কাজটা করতে পারলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। এবং দলও সাফল্য পাবে।

শফিউল বলেন,‘ইংল্যান্ড সিরিজে আমরা দেখেছি বেন স্টোকস কিভাবে রিভার্স সুইংয়ে সাফল্য পেয়েছে। আমরা যদি তেমনভাবে বল বানাতে পারি তাহলে অবশ্যই রিভার্স সুইং করাতে পারবো। পেসাররা যদি এটা করতে পারে তাহলে স্পিনারদের জন্য কাজটা আরও সহজ হয়ে যাবে।’

বাংলাদেশের কন্ডিশনে স্পিনাররাই সবসময় বড় ভূমিকা রেখে থাকেন। তবে শফিউল মনে করেন, পেসারদেরও করার কিছু আছে এখানে। তিনি বলেন,‘আমাদের দেশে টেস্টে স্পিনাররাই বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে। সেই তুলনায় আমরা পেসাররা সেভাবে ‘ব্রেক থ্রু’ দিতে পারি না। আমাদের পেসারদের অবশ্যই ওই জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে।’

শুরু থেকেই পেসারদের আক্রমণাত্মক হতে হবে বলে মনে করেন শফিউল। এ পেসার বললেন,‘শুরু থেকেই পেসারদের আক্রমণাত্মক হতে হবে। আমাদের জোরে বল করার মতো পেসার আছে। আমাদের পেসারদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। আমরা যদি জায়গা মতো বোলিং করতে পারি তাহলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার সুযোগ তৈরি করতে পারব।’

শফিউল আরো বলেন,‘ উইকেট যেমনই হোক পেসারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে পারলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। যেমন উইকেটই হোক পেসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।’

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের চার ক্রিকেটার

ডিপিএল খেলতে জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন ‘৪’ ক্রিকেটার, ফিরলেন সাকিব

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

এই বিভাগের সব খবর

শিরোনাম :