কোনো মেজরের হুইসেলে স্বাধীনতা আসেনি: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ আগস্ট ২০১৭, ১৯:১৮

‘স্বাধীনতার ঘোষক রাতারাতি হওয়া যায় না। বঙ্গবন্ধুই জাতিকে প্রস্তুত করেছিলেন। ৭ মার্চ ভাষণে স্বাধীনতার সব দিকনির্দেশনা দিয়ে ছিলেন। কোনো মেজরের হুইসেলে স্বাধীনতা আসেনি। তাহলে কেন আমরা জাতির মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছি।’

জাতীয় শোক দিবসের র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য এম আব্দুস সোবহান এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘জাতির জনক ও সংবিধান নিয়ে বিতর্ক চলবে না। স্বাধীন বাংলাদেশে যারা রাজনীতি করবে সবাইকে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করতে হবে। ৭২ এর সংবিধান মেনে চলতে হবে। সরকারি দল বা বিরোধী দল সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধারণ করতে হবে। কোনো রাষ্ট্রবিরোধী, স্বাধীনতাবিরোধী, রাজাকার ও তাদের দোসর এদেশে রাজনীতি করতে পারবে না।’

রাবি জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য-সচিব বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।

এর আগে সকাল সাড়ে ৭টায় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে থেকে শোক র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিজ নিজ ব্যানারে র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে: ঢাবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে জমজমাট গবেষণা মেলা শুরু

ইউল্যাবের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজে ১৮ বছর পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি

কুবি উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি

কুবির আবাসিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যৌন নিপীড়নের অভিযোগ: সত্যতা পাওয়ায় ঢাবির অধ্যাপক জুনাইদকে সাময়িক অব্যাহতি

বিএসএমএমইউকে চিকিৎসাসেবা ও গবেষণায় এক নম্বর হতে হবে: উপাচার্য

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আহসান উল্লাহ মাস্টার ছিলেন অকুতোভয় সৈনিক’

উপাচার্যের পদত্যাগ চেয়ে কুবি শিক্ষক সমিতির দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি

এই বিভাগের সব খবর

শিরোনাম :