এফবিসিসিআইতে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ আগস্ট ২০১৭, ২১:২২

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদের স্মরণে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

মঙ্গলবার বিকালে এফবিসিসিআই ভবনে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী শুরু হয়। এর আগে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব টিপু মুন্সী, এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মুনতাকিম আশরাফ ও পরিচালকবৃন্দসহ সহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে, বাংলার মাটিকে ভালোবেসেছেন। দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তিনি জেল-জুলুম কোন অন্যায়ের কাছেই মাথা নত করেননি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শফিউল ইসলাম (মহিউদ্দিন) তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, জাতির জনক একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন বলেই আমরা স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করে প্রতিষ্ঠিত হতে পেরেছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব টিপু মুন্সী, কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং ড. মোহাম্মদ ফরাসউদ্দিনও বক্তব্য রাখেন।

জাতীয় শোক দিবস স্মরণে আয়োজিত এ অনুষ্ঠান উপলক্ষে এফবিসিসিআই ভবনে কোরআন খতম ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। এফবিসিসিআইয়ের পরিচালক জনাব রেজাউল করিম রেজনু পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনা সভা শেষে এফবিসিসিআই ভবনে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/২২আগস্ট/জেআর/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি, ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, কে কোন পুরস্কার জিতল জানুন

একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মানছে না ন্যাশনাল ও বেসিক ব্যাংক

পুনর্নিয়োগ পাওয়ায় বিএসইসি চেয়ারম্যানকে এবিবি প্রধানের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :