নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘নর্থবেঙ্গল কমিউনিটি’র কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২৮ সদস্য বিশিষ্ট ‘নর্থবেঙ্গল কমিউনিটি’র কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় সংগঠনের বার্ষিক ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি প্রণয়ন অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত উত্তরবঙ্গের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই কমিটিতে সাইফুল ইসলাম সোহাগকে সভাপতি ও জয়ন্ত কুমার রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়াও শাহেদুজ্জামান শাহেদ, মো. মতিউর রহমান, মাসুম রানা, ভানু রায় ও জেসমিন জুইকে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার বিন আজম মাহমুদ, রাফিউর রহমান রাফি, মো.এ এস এম সাদেকুল ইসলাম মিম, সুজন সরকার, নিখিল সরকার, মো. হিমেল প্রামাণিককে সাংগঠনিক সম্পাদক এবং রায়হান রাকিনকে অর্থসম্পাদক ঘোষণা করা হয়। এই কমিটির মেয়াদ আগামী এক বছর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শাহজাদা আহসান হাবিব, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রভাষক ড. মো. কামাল উদ্দীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. অব্দুল হালিম, ভিসি দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম.হাফিজুর রহমান, ‘নর্থবেঙ্গল কমিউনিটি’র সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফসহ উত্তরবঙ্গ থেকে আগত বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :