সাভারে চুরি যাওয়া ১১৮ বস্তা চাল মুন্সীগঞ্জে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:২৯
ফাইল ছবি

ঢাকার সাভার থেকে ৩৫০ বস্তা চুরি হওয়া চাল মুন্সীগঞ্জ ও ঢাকা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদে শহরের বড় বাজার থেকে এসব চাল উদ্ধার করা হয়।

২৪ নভেম্বর সাভার থেকে চুরি হওয়া চাল বুধবার সকালে উদ্ধারের সময় চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আটকরা হলেন- শাহ আলম ট্রেডার্সের মো. শাহ-আলম, জাকির স্টোরের মো. জাকির, বিপ্লব স্টোরের মো. বিপ্লব ও সামি স্টোরের মো. সামি।

ঢাকা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো. বাশার জানান, চুরি হওয়া ৩৫০ বস্তা চালের বস্তার সন্ধানে আমরা গোপনভাবে অভিযান চালিয়ে থাকি। এই ঘটনায় মাসুদ (৩২), ফরহাদ (২৮), একলাসকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের থেকে আমরা তথ্য পেয়ে নারায়ণগঞ্জে অভিযান চালাই। ফতুল্লার শিবু মার্কেট হাজীগঞ্জ এলাকা থেকে ৫৬ বস্তা চাল উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ শহরের বড় বাজারে অভিযানে ১১৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। আটকদের সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া চালের বস্তা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :