চুয়াডাঙ্গায় ছয় ডাকাত গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৭, ১৬:৩৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর ও দলকা লক্ষীপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর পাঁচটার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বিষ্ণপুর গ্রামের নুরু মন্ডলের ছেলে আকরাম (৪২), একই গ্রামের আশান আলীর ছেলে রাজন (২২), আলম মন্ডলের ছেলে লাল্টু (৩০), দলকা লক্ষীপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে শিমুল (২৩), রফিউদ্দীনের ছেলে ইমরনি (৩২) ও আলাউদ্দীনের ছেলে জসিম (২৫)।

পুলিশ জানায়, ভোরে দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিষ্ণুপুর ও দলকা লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার করে।

দামুড়হুদা থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বলেও তিনি জানান।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :