সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নারী ও কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ২০:২৫

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় রাহিমা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী ও গাছের নিচে চাপা পড়ে রুস্তম আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমের মৃত্যু হয়। অপরদিকে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী এলাকা থেকে রাহিমা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রাহিমা বেগম রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতী গ্রামের সিকিম আলীর স্ত্রী ও রস্তম আলী কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ জানান, নিহত রাহিমা বেগম মানসিক ভারসাম্যাহীন বলে পরিবারের লোকজন দাবি করেছে। মঙ্গলবার সকালে তার স্বামী ইট ভাটায় কাজে চলে যান। দুপুরে ঘরের মধ্যে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করে। দুপুরে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোখলেসুর রহমান নান্নু জানান, মঙ্গলবার সকালে চর ভানুডাঙ্গা গ্রামে নিজের জমির পাশে গাছ কাটছিলেন রুস্তম আলী। এসময় ওই গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে অ্যাম্বুলেন্সে নেয়ার সময়ই তার মৃত্যু হয়।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বাবার লাশের এক টুকরো মাংস আমাকে দাও: আনার কন্যা ডরিন

ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তদের অভয়ারণ্য করেছে: গণতন্ত্র মঞ্চ

প্রতিশ্রুতি রাখেননি জনপ্রতিনিধিরা, রাস্তা বানাচ্ছেন গ্রামবাসী

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে ৪০ হাজার ডলার উদ্ধার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আড়াই শতাধিক ঘর-দোকান পুড়ে ছাই

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, জুডিশিয়ালিকেও স্মার্ট করতে হবে: প্রধান বিচারপতি

কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রলি চাপায় বৃদ্ধা নিহত

প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বাবা হত্যার বিচার করবেন: আনারের মেয়ে ডরিন

ফরিদপুরে রিকশা গ্যারেজে বারুদের বিস্ফোরণে যুবক আহত

১৯ দিন পর আবারও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

এই বিভাগের সব খবর

শিরোনাম :