‘সে রাতে ঘুমের ওষুধ খেয়েছিলাম’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩৭ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৭, ১২:৩২

অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনের পর ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জয়ের জন্য পঞ্চমদিনে রুট বাহিনীর প্রয়োজন ছিল মাত্র ১৭৮ রান। এমন টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে বেশ চিন্তায় পড়ে অস্ট্রেলিয়া দলনেতা স্টিভেন স্মিথ। রাতটা তার জন্য ছিল বিভীষিকাময়। চোখের পাতা এক করতে ঘুমের ওষুধ খান স্মিথ।

অবশ্য পঞ্চমদিনে ম্যাচটা ঘুরিয়ে দেয় ওজি বোলাররা। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড এবং নাথান লায়নদের দুর্দান্ত বোলিংয়ে ২৩৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে ১২০ রানের বড় জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা শন মার্শ পুরেছেন ম্যাচ সেরার পুরস্কার।

সে রাতের অভিজ্ঞতার কথা তুলে স্মিথ বলেন, ‘গত রাতে আমাকে ঘুমের ওষুধ খেতে হয়েছিল। কঠিন ২৪টি ঘণ্টা ছিল। সত্যি করে বলতে, দেশের অধিনায়ক হিসেবে আপনাকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। কখনো সিদ্ধান্ত ভুলও হয়ে যায়।’

তবে এমন ঘটনাকে শিক্ষা হিসেবেই দেখছেন অজি অধিনায়ক। তার ভাষায়, ‘যা কিছু হল তা শিক্ষণীয়। আশা করছি, এ ম্যাচ থেকে সবাই কিছু শিখতে পেরেছে। আগামী দিনগুলোতে আমার অধিনায়কত্বের কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে সেটা নিয়ে কাজ করব।’

উল্লেখ্য, আগামী ১৪ ডিসেম্বর থেকে পার্থে তৃতীয় টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :